× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্রিকেটে পাকিস্তান সমর্থন করায় ভারতে মুসলিম ব্যবসায়ী আটক; গুড়িয়ে দেওয়া হল দোকান

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম

প্রতীকী ছবি।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ক্রিকেট ম্যাচ চলাকালীন পাকিস্তানকে সমর্থন করার কারণে একজন মুসলিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যবসায়ী, কিতাবউল্লাহ হামিদুল্লাহ খান, তার স্ত্রী ১৫ বছর বয়সী ছেলে সহ গ্রেপ্তার হন। একইসঙ্গে তার দোকানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

গতকাল (২৬ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং বিজনেস স্ট্যান্ডার্ড।

এই ঘটনা ঘটে চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন, যখন কিতাবউল্লাহ পাকিস্তানকে সমর্থন জানান এবং "পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দেন। এরপর ওই ব্যবসায়ী এবং তার পরিবার বিজেপিশাসিত মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে প্রশাসনের রোষানলে পড়েন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, কিতাবউল্লাহ হামিদুল্লাহ খানকে গ্রেপ্তার করে পুলিশ। তার দোকানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, যার ভিডিও ছবি স্থানীয় বিজেপি বিধায়ক নীলেশ রানেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

মালভান পৌরসভা এবং পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে, নীলেশ রানের অভিযোগের ভিত্তিতে। কিতাবউল্লাহর বিরুদ্ধে ধর্মভিত্তিক গোষ্ঠী সংঘর্ষ তৈরি এবং অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, গত বছর ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, কোনও ব্যক্তি অপরাধী হলেও তার সম্পত্তি বুলডোজার দিয়ে ভাঙা যাবে না। কিন্তু এই নির্দেশ অমান্য করে প্রশাসন কার্যক্রম চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.