× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কঙ্গোতে অজানা রোগে মৃত্যু বেড়ে ৫৩; আরেকটি মহামারির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পশ্চিম অঞ্চলে অজ্ঞাত একটি রোগ ছড়িয়ে পড়েছে, যা গত পাঁচ সপ্তাহে অন্তত ৫৩ জনের মৃত্যুর কারণ হয়েছে, জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বার্তা সংস্থা এপি'র বরাত দিয়ে গতকাল (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইকুয়াতর প্রদেশের দুটি গ্রামে অজ্ঞাত এই রোগে ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত ৪১৯ জন সংক্রমিত হয়েছে।

বিকোরো হাসপাতালের চিকিৎসা পরিচালক সের্গে এনগালেবাটো জানিয়েছেন, "এই রোগের উপসর্গ শুরু হওয়ার পর - যা জ্বর, বমি, এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ অন্যান্য লক্ষণ থাকে - মৃত্যুর মধ্যে ৪৮ ঘণ্টারও কম সময় যাচ্ছে, এবং এটাই সবচেয়ে উদ্বেগজনক বিষয়।"

এই ধরনের "রক্তক্ষরণ জ্বর" সাধারণত ইবোলা, ডেঙ্গু, মারবার্গ এবং হলুদ জ্বরের মতো পরিচিত মারাত্মক ভাইরাসগুলোর সঙ্গে সংযুক্ত থাকে, তবে গবেষকরা এখন পর্যন্ত ১২টি নমুনার পরীক্ষা করার পর এসব ভাইরাসগুলোকে বাদ দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অফিস জানিয়েছে, বোলোকো শহরের তিনটি শিশুর মধ্যে প্রথম রোগটির লক্ষণ প্রকাশ পায়। জানা গেছে, ওই শিশুগুলি বাদুড়ের মাংস খেয়েছিল। এরপর তাদের মধ্যে তীব্র জ্বর দেখা দেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে একটি শিশু মারা যায়।

ইবোলা এবং মারবার্গ ভাইরাসের জন্য আক্রান্তদের পরীক্ষা করা হলেও, এসব ভাইরাস শনাক্ত হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.