× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝড়ের গতিতে বিক্রি হবে 'গোল্ড কার্ড'- ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ এএম

ছবিঃ সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশিদের কাছে মিলিয়ন ডলারের বিনিময়ে 'গোল্ড কার্ড' বিক্রির ঘোষণা দিয়েছেন। এই কার্ড কেনার মাধ্যমে ধনী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন এবং পরবর্তীতে নাগরিকত্ব লাভের পথও সহজ হবে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প তার প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন এই ভিসা প্রোগ্রামটি কার্যত গ্রিন কার্ডের মতো কাজ করবে, যা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস কাজ করার সুযোগ প্রদান করবে। তবে এটি শুধুমাত্র 'উচ্চ পর্যায়ের' ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে।

ট্রাম্প বলেন, "যারা মিলিয়ন ডলার দিতে পারবে, তারা কর্মসংস্থানও সৃষ্টি করবে।" তিনি আরও বলেন, "এটি ঝড়ের গতিতে বিক্রি হবে। এটি লুফে নেয়ার মতো সুযোগ।" বৈঠকে বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকও উপস্থিত ছিলেন এবং তিনি জানান, এই গোল্ড কার্ড প্রোগ্রামটি বর্তমান বিদেশি বিনিয়োগকারীদের জন্য থাকা ভিসা প্রোগ্রামের স্থান নেবে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশ্বের অনেক দেশ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের সুযোগ দেয়, যেমন ইউরোপের পর্তুগাল যেখানে লাখ ইউরো বিনিয়োগকারীদের জন্য 'গোল্ডেন ভিসা' প্রদান করে। ট্রাম্প বলেন, "বিভিন্ন কোম্পানি এই ভিসা ব্যবহার করে বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে।" তিনি আরও জানান, "আমাদের দেশে দক্ষ লোক দরকার, আমরা উৎপাদনশীল মানুষ চাই।"

বর্তমানে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, এই উচ্চমূল্যের ভিসার মাধ্যমে প্রাপ্ত অর্থ মার্কিন ঋণ পরিশোধে ব্যবহার করা যেতে পারে।

লুটনিক জানান, নতুন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামটি বর্তমান ইবি- ভিসার পরিবর্তে চালু হবে, যা মিলিয়ন ডলার বিনিয়োগ এবং অন্তত ১০টি পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টি করলে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়। ইবি- প্রোগ্রামকে 'দুর্বলভাবে পরিচালিত' উল্লেখ করে তিনি বলেন, নতুন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামটি আরও উন্নত হবে এবং এতে বিশ্বমানের নাগরিক পাওয়া যাবে।

তবে নতুন ভিসা প্রোগ্রামের জন্য আবেদনকারীদের কীভাবে বাছাই করা হবে, কোন নিষেধাজ্ঞা থাকবে কিনা, অথবা সর্বোচ্চ কতটি ভিসা ইস্যু করা হবে বিষয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ২০২৪ অর্থবছরে মার্কিন পররাষ্ট্র দফতর রেকর্ড ১২ হাজারেরও বেশি ইবি- ভিসা ইস্যু করেছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.