১০ নভেম্বর ২০২৪, ১৮:২৯ পিএম । আপডেটঃ ১০ নভেম্বর ২০২৪, ১৯:০০ পিএম
ছবিঃ সংগৃহীত
প্রচীনকালে মানুষ সমুদ্রে হারিয়ে গেলে সংকেত পাঠানোর জন্য ‘বোতল বার্তা’ ব্যবহার করতো। একটি বোতলের ভিতর এক টুকরো কাগজে বার্তা লিখে সমুদ্রে ভাসিয়ে দিতো আর স্রোতে ভেসে সেই বোতলটি কারো হাতে পৌঁছে যেত।দক্ষিণ স্কটল্যান্ডের একটি বাতিঘরের দেয়ালে পাওয়া গেছে ১৩২ বছর পুরনো একটি বোতল। বোতলের ভিতরে একটি বার্তাও খুজে পাওয়া যায়। এ বোতল বার্তাটিকে গবেষণা ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সংশ্লিষ্টরা দাবি করেছেন, স্কটল্যান্ডের ইতিহাসে এবারই প্রথম কোনো বাতিঘরে বোতল বার্তা পাওয়ার ঘটনাটি ঘটে। এ বোতলটি পাওয়া যায় ক্রসওয়াল লাইটহাউসে।
প্রকৌশলীরা বলছেন, এটি আবিষ্কার করার অনুভূতি আসলে সহজ ভাষায় প্রকাশ করার মতো নয়। কয়েক প্রজন্ম আগের কয়েক জন মানুষের নাম, হাতের ছোঁয়া লেগে থাকা বোতলটি আসলেই বিস্ময়কর।
বিবিসির তথ্য অনুযায়ী, পালক এবং কালি ব্যবহার করে লেখা এই বার্তা ৪ সেপ্টেম্বর ১৯৮২ সালের। চিঠিতে তিনজন প্রকৌশলীর নাম লেখা আছে, যারা ৩০ ফুট টাওয়ারে একটি নতুন ধরনের আলো স্থাপন করেছিলেন।
বোতলটিতে বাতিঘর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ৩ জনের নাম পাওয়া যায়। আট ইঞ্চি দৈর্ঘের এই বোতলটি খুঁজে পেয়েছেন নর্দান লাইটহাউস বোর্ডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রস রাসেল।
রস রাসেল গণমাধ্যমকে জানান, বিশেষ পরিদর্শনের সময় একটি আলমারিতে প্যানেল সরানোর পরে তিনি এটি দেখতে পান। তবে সেটি হাতের ছিল নাগালের বাইরে। পরে তিনি আরও কয়েকজন সহকর্মীকে ডেকে সেটি দেখান। এরপর তারা একটি দড়ি এবং বিশেষ একটি ফাঁদ (ঝাড়ুর হাতল দিয়ে তৈরি) তৈরি করে সেটি নামিয়ে আনেন। আর নামানোর পরই তারা অবাক হয়ে যায়। তবে তখনই তারা সেটি খোলেননি। তারা বাতিঘরের রক্ষক ব্যারি মিলারের জন্য অপেক্ষা করেন।
ব্যারি মিলার বলেন, সত্যিই ঘটনাটি বিস্ময়কর। এতদিন ধরে পুরনো একটি বোতল আমার মাথার ওপরই ছিল অথচ আমি জানতে পারিনি। অবশ্য তারা এটি খুঁজে পাওয়ার পরও খুলেননি, আমার জন্য অপেক্ষা করেছেন। এটি আমার জন্য আরও গর্বের।
তিনি আরও বলেন, বোতলটি সাধারণত সেই আমলের তেল বহনের পাত্র বলেই মনে হয়। সেই বোতলেই এতদিন আটকে ছিল ১৩২ বছর আগের কথা, কিছু মানুষের নাম, স্মৃতি। ঘটনাটি আসলেই বিস্ময়কর।