× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেন স্বাধীনতা হারালে তাইওয়ানও হারাবে: জনসন

১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৩ এএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৬ পিএম

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার বলেছেন যে, পশ্চিমাদেশগুলো  যদি ইউক্রেনের স্বাধীনতাকে সমর্থন করার জন্য তাদের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়, তবে এটি তাইওয়ানসহ বিশ্বব্যাপী ক্ষতিকর পরিণতি বয়ে আনবে। শনিবার মিউনিখে আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে জনসন বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন কী চান, তা আমরা পুরোপুরি জানি না, তবে লক্ষণগুলো ভালো লাগছে না।’

তিনি বলেন, ‘যদি ইউক্রেন বিপন্ন হয়, তাহলে সেই ধাক্কা সারা বিশ্বে প্রতিধ্বনিত হবে। আর সেই প্রতিধ্বনি শোনা যাবে পূর্ব এশিয়ায়, শোনা যাবে তাইওয়ানে। লোকেরা এই সিদ্ধান্তে উপনীত হবে যে আগ্রাসন করে যে কেউ রেহাই পেতে পারে এবং এটি সঠিক হতে পারে।’

জনসন ভবিষ্যদ্বাণী করে বলেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে তাকে ভারী সামরিক মূল্য দিতে হবে।  যুদ্ধ যদি হয়েই যায় তাহলে রাশিয়ার বাবা মায়েরা সন্তান হারানোর কষ্টে পাগল হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে, ইউক্রেনের সীমানার কাছে রাশিয়ার সৈন্যরা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমেরিকা ও তার মিত্ররা অভিযোগ করছে যে, দেশটি যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে। তবে  বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে রাশিয়া। 

উল্লেখ্য চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে দেখে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য শক্তি প্রয়োগের বিষয়টি অস্বীকার করেনি। প্রসঙ্গটি টেনে জনসন বলেন, ‘তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। চীনের ওপর বিশ্বাস নেই। ওরা যেকোনো সময় অঘটন ঘটাতে পারে।’ 

রাশিয়া প্রসঙ্গে তিনি বলেন,‘রাশিয়ার জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ  ব্যক্তি এবং সংস্থাগুলিকে আমরা অনুমোদন দেব না।   আমরা তাদের পক্ষে লন্ডনের পুঁজিবাজারে অর্থ জোগাড় করা অসম্ভব করে দেব। রাশিয়া প্রতারণা করতে চাইলে ইউরোপকেও রাশিয়ার তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে।’


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.