× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোভিড নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভিয়েতনাম

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৭ এএম

ভিয়েতনাম মঙ্গলবার আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে কোভিড নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে । টিকার পুরো ডোজ নেয়া যাত্রীরাই কেবল এ সুবিধা পাবে। দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। করোনা মহামারির কারনে কমিউনিস্ট রাষ্ট্রটি বলতে গেলে ২০২০ সালের মার্চ মাস থেকে পুরো বিশ্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির পর্যটন শিল্প।

ভিয়েতনাম গত নভেম্বর থেকে ধীরে ধীরে নানা ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করে।  রোববার বিমান পরিবহন কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, শিডিউল কিংবা নন শিডিউল উভয় যাত্রীবাহী বিমানের ওপর থেকে মঙ্গলবার  নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এতে বলা হয়, যে কাউকে ভিয়েতনামে ঢুকতে হলে তাকে টিকার পুরো ডোজই  গ্রহণ করতে হবে। উল্লেখ্য দেশটির ৯০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক লোক টিকার দুটি ডোজই গ্রহণ করেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.