× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৭ এএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১১ এএম

পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাই তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত ১২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। উদ্বাস্তু হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দী আরো কয়েক হাজার মানুষ। দেশটির সরকারি ত্রাণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। শুক্রবার সন্ধ্যার পর দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে আঘাত হানে বিধ্বংসী ঘূর্ণিঝড় বাতসিরাই। ঝড়ের পর দেশটির ত্রাণ কর্তৃপক্ষ ৯২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল। শুক্রবার সেই তালিকায় যোগ হলেন আরো ২০ জন।

সংবাদমাধ্যম রয়টার্সকে কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে দেশটির দক্ষিনপূর্বাঞ্চলীয় জেলা ইকোঙ্গোতে। সেখানে নিহত হয়েছেন ৮৭ জন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুইবার ঘুর্ণিঝড়ের কবলে পড়ল মাদাগাস্কার। সপ্তাহ দুয়েক আগে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল ঘুর্ণিঝড় আনা। তাতে নিহত হয়েছিলেন ৫৫ জন।

৫ লাখ ৮৭ হাজার ৪১ বর্গকিলোমিটারের দেশ মাদাগাস্কারের জনসংখ্যা প্রায় ৩ কোটি। দেশটির চতুর্দিকে ঘিরে আছে ভারত মহাসাগর। তবে চতুর্দিকে সাগর পরিবেষ্টিত হওয়া সত্ত্বেও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে দেশটির দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে খরা চলছে। ফলে কৃষি উৎপাদন ব্যহত হওয়ায় বর্তমানে ব্যাপক খাদ্য সংকটে ভুগছে মাদাগাস্কার।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.