× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাজাখের প্রেসিডেন্ট হিসেবে তোকায়েভের শপথগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২২, ০৪:৫৩ এএম

কাসিম-জোমার্ট তোকায়েভ শনিবার কাজাখের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। খবর সিনহুয়ার

রাজধানী নগরী আস্তানায় এক অনুষ্ঠানে শপথ গ্রহণের পর তোকায়েভ বলেন, মধ্য এশিয়ার এ দেশ উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করবে।

রোববার কাজাখস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছয়জন প্রার্থী এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

সদ্য শেষ হওয়া এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির ৬৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার। তোকায়েভের প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের কারোরই প্রাপ্ত ভোটের পরিমাণ শতাংশ হিসেবে দুই অঙ্ক পেরোতে পারেনি। ৫ দশমিক ৮ শতাংশ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। এমনকি ভোটের হিসেবে তোকায়েভের পরই দ্বিতীয় স্থান ‘অর্জনে’ সক্ষম হয়েছে ‘না’ ভোট।

এ জয়ের মাধ্যমে পরবর্তী ৭ বছরের জন্য ফের কাজাখস্তানের প্রেসিডেন্ট থাকার বৈধতা পেলেন তোকায়েভ।

২০১৯ সালে প্রথমবারের মতো কাজাখস্তানের প্রেসিডেন্ট হন কাসিম-জোমার্ট তোকায়েভ। কিন্তু চলতি বছর জ্বালানির দাম বাড়ানোর পর ভয়াবহ বিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হয় কাজাখস্তানের সরকার। পরে নির্বাচনকালীন সরকার দেশটিতে ক্ষমতাসীন হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.