× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেপালে ভূমিকম্পে নিহত ৬, ভারতেও কম্পন

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০২২, ০১:৫৩ এএম

নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাতে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া একাধিক ব্যক্তি আহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। প্রতিবেশি দেশ ভারতেও ভূমকম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপির

সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) পশ্চিমে নেপালের দিপায়ালের কাছে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার (৯ মাইল) গভীরে।

খবরে বলা হয়, ভূমিকম্পটি রাত দুইটার দিকে (গ্রিনিচ মান সময় ২০৩০) আঘাত হানে।

ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দাদের সামাজিক যোগযোগ মাধ্যমে দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পে তাদের ঘরবাড়ির আসবাবপত্র, লাইট এবং বেষ্টনী দুলছে।

ভারতের জাতীয় ভূমিকম্পন কেন্দ্র জানায়,  রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৩। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পে প্রাণহানির আশংকা কম বলে ধারণা করা হচ্ছে।

এর কয়েকঘণ্টা আগে রাত ৯ টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.