× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে সড়ক দুর্ঘটনায় তীর্থযাত্রীসহ নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর ২০২২, ০১:১৪ এএম । আপডেটঃ ০২ অক্টোবর ২০২২, ০২:৪৬ এএম

ভারতের উত্তর প্রদেশে কানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। 

শনিবার (১ অক্টোবর) দিনগত রাতে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫০ জন তীর্থযাত্রী নিয়ে একটি ট্রাক্টর ট্রলি ঘাটমপুর এলাকার পুকুরে উল্টে ২৬ জন নিহত হন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় অঅরও ২০ জন আহতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ট্র্যাক্টরটি চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এর কয়েক ঘণ্টার ব্যবধানে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে একটি দ্রুতগামী ট্রাক টেম্পোর সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত ও সাতজন আহত হন।

এদিকে ২৬ জনের তীর্থযাত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মোদি। আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। দুটি দুর্ঘটনায় হতাহতের শোক জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.