× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুড়িয়ে দেওয়া হলো দুই হাজার ‘অবৈধ’ মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২২, ১৫:০২ পিএম

শহরের রাস্তাকে সুরক্ষিত করতে তাই দুই হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন মেয়র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাইকের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছিল দুর্ঘটনার সংখ্যা। শহরের রাস্তাকে সুরক্ষিত করতে তাই দুই হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন মেয়র।

আজ শুক্রবার (২৪ জুন) নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক টুইট বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, রাস্তায় অবৈধ বাইকের সংখ্যা বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল বাইকবাহিনীর দৌরাত্ম্যও। বাজেয়াপ্ত করা বাইকগুলোকে গুঁড়িয়ে দিয়ে সেই সব বাইকারকে বার্তা দিলাম, দৌরাত্ম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই কাজ করার চেষ্টা করলে বাইকের এমন হালই হবে বলেও জানান তিনি।

এরিক একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি খোলা জায়গায় দুই হাজার বাইক দাঁড় করানো। সেই বাইকগুলিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.