× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সর্বোচ্চ মানে রুবল

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২২, ০০:০৭ এএম । আপডেটঃ ২৩ জুন ২০২২, ০৯:০৭ এএম

সাত বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চে পৌঁছেছে রাশিয়ার মুদ্রা রুবলের দাম। ইউক্রেন অভিযানের চার মাসের মধ্যে এমন অবস্থানে দাঁড়াল রুবলের মান।

মস্কো এক্সচেঞ্জ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমেরিকান ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের দাম ৫৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে, যা ২০১৫ সালের মে মাসের পর সর্বোচ্চ। দাম বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

ইউক্রেনে ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর মুদ্রার পতন ঘটে। রুবল এবং রাশিয়ান অর্থনীতিকে চূর্ণ করার লক্ষ্যে পশ্চিমা নিষেধাজ্ঞায় একপর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে ১০ মার্চ প্রতি ডলারের বিপরীতে রুশ মুদ্রার দাম হয়েছিল ১২১ রুবল।

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন রাশিয়ান জ্বালানি আমদানি বন্ধ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মিত্রদের সম্পদ জব্দ করেছে। এ ছাড়া রাশিয়ান অর্থনীতির বিভিন্ন দিককে তারা লক্ষ্যবস্তু করছে।

ইউরোপীয় ইউনিয়ন চলতি মাসের শুরুতে জানায়, বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে বেশির ভাগ রাশিয়ান তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদিও সেখানে ‘বিশেষ পাইপলাইন নির্ভরতা’সহ ইউরোপীয় দেশগুলোতে পাইপলাইনের মাধ্যমে আমদানির জন্য একটি অস্থায়ী ছাড় দেয়া হয়।

তবে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার গত সপ্তাহে জানায়, ইউক্রেন আক্রমণের পর থেকে জ্বালানি বিক্রি থেকে আদায় হওয়া প্রায় ৯৩ বিলিয়ন ইউরোর (৯৭ বিলিয়ন ডলার) রাজস্ব আয় করেছে রাশিয়া।

ইউরোপের বেশির ভাগ দেশের কঠোর অবস্থানের মধ্যে চীন এখন রাশিয়ান জ্বালানি রপ্তানির বৃহত্তম ক্রেতা হিসেবে জার্মানিকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাধীন এ সংস্থাটি।




Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.