× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সমুদ্রের তলদেশে মিলল ‘সোনাভর্তি’ জাহাজের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন ২০২২, ১১:৩৫ এএম

জাহাজের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

৩’শ বছর আগে পানির তলায় ডুবে হারিয়ে যাওয়া সোনাভর্তি দুইটি সামুদ্রিক জাহাজের সন্ধান মিলেছে।

ধারণা করা হচ্ছে, জাহাজ দুটিতে ১৭ বিলিয়ন ডলার মূল্যের সোনা রয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইকের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পেনের বিখ্যাত সান জোসে গ্যালিয়ন জাহাজটি কলম্বিয়ার উপকূলে ১৭০৮ সালে ব্রিটিশরা ডুবিয়ে দিয়েছিল। কয়েক শ বছর পর ২০১৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। 

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, একটি রিমোট নিয়ন্ত্রিত যান সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছিল। যানটি প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে গিয়ে ভিডিও ধারণ করে ফিরে আসে। ওই ভিডিওতেই জাহাজ দুটি দেখা গেছে। 

এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সন্ধান পাওয়া জাহাজ দুটি অন্তত ২০০ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের তলদেশটি নীল ও সবুজ রঙের। সেখানে স্বর্ণমুদ্রা, মৃৎপাত্র ও চীনা মাটির কাপ ছড়িয়ে-ছিটিয়ে আছে। 

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক বলেছেন, ‘নৌবাহিনী ও সরকারের প্রত্নতাত্ত্বিকেরা জাহাজ দুটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.