× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রৌমারীতে স্কুলে টিকা পেলো শিক্ষার্থীরা

কুড়িগ্রাম প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২২, ০৬:৪৬ এএম

স্কুল শিক্ষার্থীদের জন্য রৌমারীর কর্তিমারী বাজারের গরুর হাটে স্থাপিত টিকা বুথ বাতিল করেছে কর্তৃপক্ষ। পরে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ওই স্কুলে স্থাপিত কেন্দ্রে টিকা নেয় শিক্ষার্থীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ও কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের গরুর হাটের কাছে গোবর-মূত্র মিশ্রিত কাদা পানি জমে থাকা স্থানের কাছে একটি টেইলার্সের দোকানে টিকা দেওয়ার বুথ স্থাপন করে দুটি স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সচিত্র প্রতিবেদন বাংলা ট্রিবিউনসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হলে ওই বুথ বন্ধ করে কর্তৃপক্ষ।

কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ‘রৌমারী সদরে গিয়ে টিকা নিয়ে আসতে এই ইউনিয়নের শিক্ষার্থীদের অনেক দূরত্ব অতিক্রম করতে হয়। কর্তিমারী বাজারে গরুর হাটের কাছে টিকার বুথ বাতিল করায় বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলীর উদ্যোগে স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করি। পরে ওই রুমে মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এটাই শিক্ষার্থীদের জন্য বেশি সুবিধাজনক হয়েছে।’

প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, এই বুথে তার বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থী ছাড়াও একই ইউনিয়নের বকবান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বকবান্দা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থীর টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও মহিউসুন্নাহ আলিম মাদ্রাসা, তিনটি কলেজ এবং কয়েকটি প্রাইভেট বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বুথে টিকা নিতে পারবে বলে জানান এই প্রধান শিক্ষক।

বকবান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, তার স্কুলের শিক্ষার্থীদের কর্তিমারী বাজারে টেইলার্সের দোকানে টিকা দেওয়ার নির্দেশনা ছিল। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে টিকা দেওয়ার চেয়ে কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ে বুথ স্থাপন করায় সব দিক থেকে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়েছে।

টিকা নিতে আসা শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের জন্য এটা অনেক বেশি সুবিধাজনক হলো। অন্যথায় রৌমারী শহরে গিয়ে টিকা নিতে আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হতো।’

এদিকে কর্তিমারী বাজারে স্থাপিত বুথে টিকা দিলেও যাদুরচর উচ্চ বিদ্যালয়ের অবশিষ্ট শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য নিজ বিদ্যালয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘কর্তিমারী বাজারের বুথ বাতিল হওয়ায় আমার বিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থীর টিকা দেওয়া হয়নি। বাদ পড়াদের টিকা দিতে এবং স্কুলের শিক্ষার্থীদের পরবর্তী ডোজ টিকা দেওয়ার সুবিধার্থে আমরাও স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত রুম প্রস্তুত করার উদ্যোগ নিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, ‘কর্তিমারী বাজারের টিকা বুথ নিয়ে সমালোচনা হওয়ায় আমরা ওই বুথটি বাতিল করেছি। সেখানে যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা ছিল তাদেরকে কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বুথে টিকা দেওয়া হচ্ছে।’

বিদ্যালয়ে টিকার বুথ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এই চিকিৎসা কর্মকতা বলেন, ‘ এটা অবশ্যই ভালো উদ্যোগ। ফাইজারের টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ছাড়া প্রয়োগ করা যায় না। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এমন সুবিধা পেলে আমরা যেকোনও বিদ্যালয়ে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা নিতে প্রস্তুত আছি।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.