× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে ‘মিশন এক্সট্রিম’

০৪ ডিসেম্বর ২০২১, ০৭:৫৪ এএম

২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। সেভাবেই সব প্রস্তুতি নিয়েছিল ‘মিশন এক্সট্রিম’ টিম। এর মধ্যেই শুরু হয় করোনা। চলে যায় চারটা ঈদ। দুই বছরের বেশি সময় পর অবশেষে আজ মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন আরিফিন শুভ। সব মিলিয়ে তাঁর খুশি থাকার কথা। কিন্তু তাঁর মন খারাপ। কারণটাও জানালেন এই অভিনেতা, ‘শারীরিক–মানসিক দুই অর্থেই আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রমের ছবি। কিন্তু সেই সিনেমাটি দেখানোর মতো পর্যাপ্ত হলও দেশে নেই। মাত্র ৫০টির মতো হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। তারপরও বলব, এখনকার ৫০ হল আর ঈদের সময়ের দুই শ হল একই ধরে নিতে হবে। এটা আমাদের জন্য ঈদ।’ মানসিকভাবেও কিছুটা চাপের মধ্যে আছেন শুভ। ‘আমার প্রতিটি সিনেমা মুক্তির সময়েই মনে হয় জীবনের প্রথম সিনেমা। সিনেমাটি নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। দর্শকদের অনুরোধ করব, দেখে মন্তব্য করেন।’  

জান্নাতুল ফেরদৌস ঐশীরও এটা প্রথম সিনেমা। অভিষেক যতই ঘনিয়ে আসছে, ততই কেমন যেন অনুভূতিহীন হয়ে পড়ছেন এই নায়িকা, ‘প্রথম সিনেমা নিয়ে প্রথম দিকে তেমন ভয় ছিল না। সিনেমা মুক্তি পাবে, স্বাভাবিক ঘটনার মতোই লাগছিল। কিন্তু ট্রেলার দেখার পরে দর্শকদের আগ্রহ অনেক বেড়ে গেছে। দর্শকেরা কীভাবে নেবেন, সেটা নিয়েই ভাবছি। কদিন ধরে ভয় লাগছে। টেনশন, নার্ভাসনেস, এক্সসাইটমেন্ট সবকিছু মিলিয়ে এখন অনুভূতিশূন্য। আমি এখন জিরো হয়ে গেছি। দর্শকদের অনুরোধ প্লিজ, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন।’

টানা দুই মাস ধরে প্রচারণায় ব্যস্ত পুরো টিম। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ৪৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। এর মধ্যে ৩০টি হল দেড় বছর পরে খুলছে। একই সঙ্গে সিনেমাটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ২৪টি হলে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। সিনেমাটির পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সানী সানোয়ার জানান, প্রচারণায় দর্শক প্রতিক্রিয়ায় তাঁরা খুশি। ‘পান্থপথের মোড়ে’ আইটেম গানটিও দর্শক পছন্দ করেছেন। এই নির্মাতা বলেন, ‘চলচ্চিত্রশিল্পের ক্রান্তিলগ্নে বড় একটি আঘাত করোনা। সব মিলিয়ে মুখ থুবড়ে ছিল এই অঙ্গন। এমন সময় বিগ বাজেটের মিশন এক্সট্রিম কিছুটা ঝুঁকি নিয়েই মুক্তি দিচ্ছি। আমরা আশা করব, দেশের দর্শক সিনেমাটি ভালোভাবে নেবেন।’

পুলিশের কাউন্টার টেররিজমের সত্য ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। ট্রেলারে বোঝা যায়, পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প। ২০১৯ সালের ২০ মার্চে ঢাকায় ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরু হয়। বাংলাদেশ ও দুবাইয়ে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমায় আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, তাসকিন রহমান, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.