ভারতে মহাশিবরাত্রি উদযাপন চলাকালে সেলিব্রিটিরাও যোগ দিয়েছিলেন আনন্দের এই আয়োজনে। গতকাল (২৬ ফেব্রুয়ারি) বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলও মুম্বাই শহরের একটি মন্দিরে গিয়ে অংশ নেন এই উদযাপনে। তবে, তারকা হওয়ায় মন্দিরে যাওয়ার সময় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তিনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শিবরাত্রি উপলক্ষে স্নিগ্ধ সাজে জুহুর শিবমন্দিরে গিয়েছিলেন আমিশা প্যাটেল। তার উপস্থিতি দেখে সেলফি এবং ছবি তোলার জন্য ভিড় জমে যায়। এই কারণে মন্দিরে প্রবেশ করতে পারছিলেন না আমিশা এবং অন্যান্য পূণ্যার্থীরা। এক পর্যায়ে, সাধুবেশী তিন-চারজন আমিশাকে ঘিরে ধরেন এবং তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এর ফলে মন্দিরে আসা অন্যান্য পুণ্যার্থীরা তাদের উদ্দেশ্য পূর্ণ করতে পারছিলেন না।
আমিশা হাসিমুখে তাদের আবদার মেটাচ্ছিলেন, তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তারক্ষীরা এসে সেই সাধুদের সরিয়ে দেন। এরপরই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা তা নিয়ে সমালোচনা শুরু করেন। অনেকেই মন্তব্য করেন, ‘সাধুসন্তদের আবার হিরোইনদের সঙ্গে ছবি তোলার কী আছে?’ আর কেউ বলেন, ‘অন্য পুণ্যার্থীদের যা দরকার, সেই বিষয়টি কেন ভাবলেন না এই সাধুরা?’ একাংশ নেটিজেন তাদের ‘ঢঙ্গি বাবা’ এবং ‘ভণ্ড সাধু’ বলে অভিহিত করেন।