আবারও সঞ্চালক হিসেবে দেখা যাবে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে। আগে বেশ অনেক অনুষ্ঠানে উপস্থাপন করেছিলেন তিনি। এরপর লম্বা বিরতি নিয়ে আবারও উপস্থাপনায় ফিরছেন তিনি। খুব শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশী সংস্করণের উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ তে প্রচারিত হবে এটি।
জানা গেছে, সারাদেশের প্রায় ২ হাজার আবেদনকারী পরিবারের মধ্য থেকে মোট ৪০টি পরিবারকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে। সেখানে প্রত্যেকটি পর্বে প্রতিযোগীরা সর্বোচ্চ ১ লাখ টাকা করে জিতে নিতে পারবেন।
এ বিষয়ে তাহসান খান সংবাদমাধ্যমকে জানান, ‘এমন আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব। যেখানে দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।’
অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সামনে যেকোনো নির্দিষ্ট বিষয়ে ১০০ জনকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার পর সর্বাধিক জনের দেওয়া উত্তরটি অনুমান করে যে পরিবার সর্বোচ্চ পয়েন্ট পাবে সেই পরিবারকে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হবে। এরপর বিজয়ী দল ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ডে অংশ নিয়ে পেয়ে যাবেন গোপন ও আকর্ষণীয় পুরস্কার।
এছাড়াও শো-টি তে জনপ্রিয় ক্রীড়াবিদ, শোবিজ তারকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে থাকবে একটি বিশেষ পর্ব।