× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন ২১ মে

০২ মার্চ ২০২২, ০৫:২২ এএম

গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে। মঙ্গলবার প্রযোজকদের সঙ্গে প্রশাসকের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। মিটিংয়ে নির্বাচন বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। দুজন সদস্য আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম। দুজনই বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব।

এ ব্যাপারে প্রশাসক নুরুল হক বলেন, ‘আমরা চাই, চলচ্চিত্রের এই সংগঠন চলচ্চিত্রের মানুষের হাতেই থাক। চলচ্চিত্রকে গতিশীল করতে এর কোনো বিকল্প নেই। আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এ নির্বাচনের দায়িত্ব পালন করে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই।’

এ ব্যাপারে প্রযোজক নেতা খোরশেদ আলম বলেন, ‘গত এক বছর প্রশাসক এই সমিতির দায়িত্বে ছিলেন। নির্বাচন করে দিতে পারেননি। দ্বিতীয় মেয়াদে আবার ১২০ দিনের জন্য প্রশাসক এসেছেন। নির্বাচন তারিখ ঘোষণা করলেন। আমাদের প্রত্যাশা, সঠিক সময়ে নির্বাচন হবে। প্রযোজকদের হাতে ক্ষমতা ফিরে এলে চলচ্চিত্রের উন্নয়নের সুযোগ হবে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.