× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বঙ্গবন্ধু’ সিনেমায় প্লেব্যাক করলেন শান্তনু মৈত্র

২০ জানুয়ারি ২০২২, ০৪:২৫ এএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২২, ০৬:৩৯ এএম

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশের এক ঝাঁক জনপ্রিয় তারকাকে দেখা যাবে এ ছবিতে। ছবিটি বাংলাদেশ-ভারত যৌথভাবে প্রযোজনা করছে। সম্প্রতি এ ছবিতে গান গেয়েছেন ভারতের বিখ্যাত সুরকার শান্তনু মৈত্র।

বলিউডে একাধিক হিট ছবির সংগীত পরিচালক তিনি। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘লাগে রহ মুন্নাভাই’-এর মতো হিট ছবিতে সংগীত পরিচালনা করেছেন শান্তনু। তবে সেভাবে ছবিতে গান কখনও গাননি। ‘অপরাজিতা তুমি’ ছবিতে দু-এক কলি গুন গুন করলেও তার কণ্ঠে পুরো গান শোনা যায়নি আগে। এবার ‘বঙ্গবন্ধু’ ছবিতে ‘অচিন মাঝি’ নামে গান গাইলেন তিনি।

‘বঙ্গবন্ধু’ ছবিতে গান রয়েছে এই একটি। গানটি লিখেছেন জাহিদ আকবর। তিনি বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ঐতিহাসিক বায়োপিকের অংশ হতে পেরে ভালো লাগছে।

‘বঙ্গবন্ধু’ সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। জানা গেছে, গত বছর ১৮ ডিসেম্বর শেষ হয়েছে এ ছবির শুটিং। ২০২০ সালের জানুয়ারি থেকে শুরু হয় চিত্র ধারণ। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় সিনেমার অর্ধেকের বেশি শুটিং করা হয়। বাকি কিছু অংশের শুটিং করা হচ্ছে বাংলাদেশে। যার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবনের বেশকিছু এলাকা।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ আহমেদসহ অভিনয় করেছেন। এছাড়া টিক্কা খানের চরিত্রে দেখা যাবে অভিনেতা জায়েদ খানকে। তোফায়েল আহমেদের চরিত্রে সাব্বির হোসেন, খালেদা জিয়ার চরিত্রে দেখা যাবে এলিনা শাম্মিকে।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিফিন শুভ বলেন, এটা আমার জীবনের সেরা কাজ। জাতির পিতার চরিত্রে অভিনয় করার মাধ্যমে আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন হলো। এ ছবিতে অভিনয় করার জন্যে মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন শুভ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.