× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উরফিকে ব্ল্যাকমেইল করে ‘আপত্তিকর’ প্রস্তাব

১৫ আগস্ট ২০২২, ২৩:০৪ পিএম

উদ্ভট পোশাক ও খোলামেলা ফটোশুটের জন্য নিয়মিত খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ। বেশিরভাগ সময় নিন্দাই জোটে বলিউডের এই মডেল ও অভিনেত্রীর কপালে। তবে নিন্দুকের নিন্দা নয়, বরং উরফি নিজের ইচ্ছাকেই প্রাধান্য দেন।

এদিকে বেশ কিছুদিন ধরে একটি সমস্যার মধ্যে রয়েছেন উরফি। জানালেন, এক ব্যক্তি তাকে বিরক্ত করছে। ব্ল্যাকমেইল করে ‘আপত্তিকর’ প্রস্তাবও দিচ্ছে। এমনকি ধর্ষণের হুমকি দিচ্ছে বলেও দাবি অভিনেত্রীর।

ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট দিয়ে উরফি জাভেদ জানান, সপ্তাহ দুয়েক আগে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ওই ব্যক্তির একটি ছবি ও তার সঙ্গে চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে উরফি লিখেছেন, ‘এই লোকটা আমাকে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিরক্ত করছে। ২ বছর আগেও কেউ আমার ছবি টেম্পার করেছিল এবং শেয়ার করতে করে দিয়েছিল। এই নিয়ে তখন আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে তখন। আমি তা নিয়ে ২ বছর আগে একটি পোস্টও করেছিলাম যা এখনও আমার প্রোফাইলে রয়েছে। ওই ছবির বিনিময়ে ওই লোকটা আমাকে ভিডিও সেক্স করার জন্য ব্ল্যাকমেইল করছিল। ভয় দেখিয়েছিল নইলে সে ছবিগুলো বলিউডের কিছু পেজে দিয়ে দেবে ও আমার ক্যারিয়ার শেষ করে দেবে। হ্যাঁ, সে আমাকে সাইবার ধর্ষণের (হ্যাঁ, এটাকে তাই বলে) জন্য ব্ল্যাকমেইল করছিল।’

উরফি আরও লেখেন, ‘এমন না শুধু এই লোকটার উপর আমি বিরক্ত। এর আগে গোরেগাঁও পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। ১৪ দিন হয়ে গেল কোনো স্টেপ নেওয়া হয়নি। আমি খুব আশাহত। মুম্বাই পুলিশের ব্যাপারে কত ভালো কথা শুনেছিলাম। কিন্তু এই লোকটার ওপর তাদের ব্যবহার আমাকে আশ্চর্য করেছে।’

সবশেষে নারীদের সতর্ক করে উরফি লেখেন, ‘আপনাদের বলে দেই, এই লোকটা সমাজের জন্য ক্ষতিকারক। তার এভাবে খোলাখুলি বাঁচার অধিকার নেই। আমি জানি না পুলিশ এই লোকটার বিরুদ্ধে কী স্টেপ নেবে, তবে সবাইকে এটা বলে রাখি এই মানুষটা কিন্তু এখন পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে খুল্লামখুল্লা কাজ করছে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.