× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে দেশাত্মবোধক গান শোনাবেন রুনা লায়লা

০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৩২ এএম

বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে ৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশাত্মবোধক গান শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে ৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সংগীত জীবনে অসংখ্য দেশাত্মবোধক গান উপহার দিয়েছেন রুনা লায়লা। এ তালিকায় উল্লেখযোগ্য—“প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে”, “আমায় গেঁথে দাও না মাগো”, “স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে”, “এ দেশ আমার চোখের আলোয়”, “বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান”, “লক্ষ প্রাণের মূল্যে গড়েছি”, “ফসলের মাঠে মেঘনার তীরে”, “বাংলাদেশের মাটি আমার” ইত্যাদি।

এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে স্বল্প পরিসরে একটি অনুষ্ঠান হবে। এখানে আলোচনা থাকবে। এরপর শিশুরা গাইবে। সবশেষে আমি দেশাত্মবোধক দুটি গান গাইবো।”

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর লন্ডনে পৌঁছান রুনা লায়লা। এর দুই দিন আগে জন্মদিনে শ্রোতা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন তিনি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.