ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হল ডাইনিং এর রান্নাঘরে গ্যাস সিলেন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে খালেদা জিয়া হলের রান্নাঘরে এ ঘটনা ঘটে। ফলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা হল থেকে বেরিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৫ টার দিকে হল ডাইনিং এর রান্নাঘরে রান্না করতে যায়। পরে চুলা অন করতেই গ্যাস সিলেন্ডার থেকে আগুন জলে উঠে। কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। হলে প্রায় পাঁচ শতাধিক ছাত্রী থাকলেও অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি নিয়ে হলের শিক্ষার্থীরা আতঙ্কিত বলেও জানান তারা।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কামরুল জানান, হ্যাল্পলাইন থেকে আমার কাছে ফোন আসা মাত্রই একটি টিম পাঠিয়েছিলাম। তারা পৌছানোর আগেই শিক্ষার্থীরা আগুন নিভিয়ে ফেলেছে। গ্যাসের নলে ছিদ্র থাকায় মূলত আগুন লেগেছিল। সেক্ষেত্রে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
হলে দায়িত্বরত হাউজ টিউটর ড. মো: এরশাদুল হক বলেন, ডাইনিং থেকে যখনই আমার কাছে ফোন আসে, সাথে সাথেই আমি হেল্প লাইনে ফোন দিয়েছিলাম। পরে একটি ফায়ার সার্ভিস টিম এসে বিষয়টি দেখে।
অগ্নিনির্বাপক যন্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগষ্টের আগে হলের প্রতিটি ফ্লোরে অগ্নিনির্বাপক রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় এই নিয়ে কাজ করা হয়নি। তবে খুব শীগ্রই আমরা হলে অগ্নিনির্বাপকের ব্যবস্থা করবো।
উল্লেখ্য, এর আগেও হলের পুরাতন ব্লকে শর্ট সার্কিট হয়ে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে পুরাতন ব্লক থেকে ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে কপোতাক্ষ ভবনে স্থানান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।