× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্যার্তদের পাশে দাঁড়ালো ইবির লালন শাহ্ হল 

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪ পিএম

ছবিঃ নূর ই আলম

বন্যা কবলিত (কুমিল্লা, নোয়াখালী ও ফেনী) অঞ্চলের বানভাসিদের সহযোগিতার লক্ষ্যে আর্থিক প্রণোদনা নিয়ে পাশে দাঁড়ালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আকতার হোসেন। 

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) লালন শাহ্ হলের প্রভোস্ট কক্ষে বেলা ১২টার দিকে ব্যাংক চেকের মাধ্যমে ইবি সমন্বয়ক এস এম সুইটকে হল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রভোস্ট দশ-হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এসময় সমন্বয়ক ছাড়াও একাধিক সহ-সমন্বয়ক, সাংবাদিকবৃন্দ ও হল কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ইবি সমন্বয়ক সুইট বলেন, আমরা শুরু থেকেই বন্যাদুর্গতদের সহায়তায় মাঠে নেমেছি। ক্যাম্পাসের আশেপাশের মানুষ জনও সহযোগিতা করে আসছে। বিভিন্ন বিভাগ ও শিক্ষকরাও যতটুকু সম্ভব সহায়তা করেছে। ধারাবাহিকতায় লালন শাহ্ হলের প্রভোস্ট স্যার আমাদের মাধ্যমে উপহারটা তুলে দিয়েছে। আমরা মনে করি দেশ সংস্কার হচ্ছে তার প্রতিফলন।

প্রভোস্ট অধ্যাপক ড. মো: আকতার হোসেন বলেন, ভারতের বাধ থেকে পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বন্যায় বানভাসি ও আর্থ-মানবতার সেবায়
আমরা লালন শাহ হলের পক্ষ থেকে ইবির সমন্বয়কদের মাধ্যমে যতটুকু সম্ভব অর্থ সহায়তা করেছি। 

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য সমন্বয়কদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমন্বয়ক যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করে যাচ্ছে, তাদের মাধ্যমে আগামীতে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা চাই তারা দেশের দুর্নীতি ও অপরাজনীতি মুক্ত করার বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.