× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গবিতে ফার্মেসি ৩৫ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

গবি প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২২, ১০:৪৯ এএম । আপডেটঃ ২৪ অক্টোবর ২০২২, ১০:৫০ এএম

সাভারের অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের  ৩৫ তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী  অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  (২৪ অক্টোবর) সকাল থেকে নিজ বিভাগে কেক কাটার মধ্যে দিয়ে  দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমার্ধে আলোচনা সভা এবং দ্বিতীয়ার্ধে খাবার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। 

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মোঃ খালেকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান। অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন  গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম,বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয়  প্রধান সিনিয়র সহকারী অধ্যাপক  ড. মোঃ ফুয়াদ হোসেন, 
 
এসময় আমন্ত্রিত অতিথিরা  বিদায়ী শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । 

৩৫ তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেন, 'চার বছর আগে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থী হিসাবে ছিলাম।  বিদায় সবসময় দুঃখ জনক হয় , তবে যার শুরু আছে, তার শেষও থাকে।  আজ শিক্ষদের পরম স্নেহে শিক্ষা জীবন শেষ করছি। নিজের অর্জিত জ্ঞান দ্বারা দেশের  মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো, এই ব্রত নিয়ে বিদায় নিচ্ছি।'

এসময় সেখানে  আরও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক রোজিনা পারুল, সিনিয়র প্রভাষক মাহ্ফুজা খাতুন, সিনিয়র প্রভাষক এ. এফ. এম. মাহমুদুল ইসলাম,  প্রভাষক অনন্ত কুমার দাস, প্রভাষক তানিয়া আহমেদ ,  প্রভাষক গোলাম মোস্তফাসহ  বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুপুরে  পর নৈশভোজে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ৩৫ তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ও ঐশী। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.