× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

২৪ জুন ২০২২, ১৭:০৮ পিএম

টানা বৃষ্টি পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে জেলা প্রাথমিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফীউল্লাহ জানান, যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে জেলার নিম্নাঞ্চলের ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শ্রেণিকক্ষে পানি ওঠে। এতে করে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। পানি নেমে গেলে পাঠদান শুরু হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, জেলার কাজিপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ এলাকায় সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীর পানি সব পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় জেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.