× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই

২৫ জানুয়ারি ২০২২, ০৮:৫২ এএম

দেশে করোনার প্রকোপ বাড়ছে প্রবলভাবে। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দেখা যাচ্ছে, হাসপাতালে যাঁরা ভর্তি হচ্ছেন, তাঁরা করোনার ডেল্টা ধরনে বেশি আক্রান্ত।  স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের পাশাপাশি ডেল্টা ধরনও সক্রিয়।


করোনার এই নতুন সংক্রমণ ধাক্কা রোধে ইতোমধ্যে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো অর্ধেক জনবল নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসহ পাঁচটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। যারা অনুষ্ঠানগুলোতে যোগ দেবে, তাদের অবশ্যই টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এসব বিষয় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদারকি করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

তবে সরকার প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দিলেও তা কতটা কার্যকর হবে বা হচ্ছ তা নিয়ে সন্দেহ রয়েছে। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হলেও বাণিজ্য মেলা চলছে। ক্রিকেটের আসর বিপিএলও শুরু হয়েছে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও পর্যটনকেন্দ্র খোলা রয়েছে।   

নতুন এই করোনার ঢেউয়ে মৃত্যুর হার এখনো কিছুটা কম হলেও প্রতিদিনই ১৫ থেকে ২০ শতাংশ হারে  সংক্রমণ বাড়ছে। ঢাকার হাসপাতালগুলোতে এরইমধ্যে ৩৩ শতাংশ শয্যা ভরে গেছে। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে হাসপাতালে শয্যাসংকট দেখা দিতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন।  

এটি স্পষ্ট যে, করোনা সংক্রমণ রোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, এ কথা শুরু থেকেই বলা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামাজিক সমাবেশ বন্ধের কোনো উদ্যোগ নেই। বাস-ট্রেনসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে চলাচল করছে যাত্রীরা। সংক্রমণের উচ্চচ ঝুঁকিতে থাকা সত্ত্বেও জনসমাগম ঘটিয়ে চলছে মেলা ও সার্কাস। প্রশাসনের পক্ষ থেকেও এসব বন্ধের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারির বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেতে টিকার চেয়েও বেশি জরুরি হচ্ছে ব্যক্তিগত সচেতনতা, যেমনÑমাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা। টিকা দিলেও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কোনো বিকল্প নেই। অথচ বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি সম্পর্কে চরমভাবে উদাসীন। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, মাস্ক পরতেও তাদের অনীহা। শুধু সরকারি পদক্ষেপ নয়, সকলকে সচেতন হতে হবে আপন তাগিদে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.