× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বর্নের দোকানে মিললো সরকারি চাল, আটক ১

নোয়াখালী প্রতিনিধি

২২ মে ২০২২, ১৩:৩১ পিএম

মো. সাহাব উদ্দিন

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সততা স্বর্ণ শিল্পালয় দোকানের ভেতর থেকে ৩ বস্তা (১৫০ কেজি)  সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায়  জড়িত মো. সাহাব উদ্দিন (২৪) নামের এক ব্যক্তিকে তাৎক্ষণিক ভাবে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

রোববার (২২ মে) সকালে সুন্দলপুর ইউনিয়নের আব্দুল্যাহ মিয়ারহাটের মাছ বাজারে পূর্ব পাশ থেকে এ চালগুলি জব্দ করা হয়।

আটককৃত মো. সাহাব উদ্দিন কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছবিরপাইক গ্রামের মো. আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ মে) সকাল সাড়ে আটটার দিকে সুন্দলপুর ইউনিয়নের আব্দুল্যাহ মিয়ারহাটের মাছ বাজারে পূর্ব পাশের সততা স্বর্ণ শিল্পালয় দোকানের ভেতরে ৩ সরকারি চাল রাখার সময় স্থানীয়রা মো. সাহাব উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেলে চাল জব্দ করে এবং সাহাব উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। 

কবিরহাট উপজেলার খাদ্য নিয়ন্ত্রক (অ:দা) মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, আটককৃত আসামি খোলা বাজারে নিষিদ্ধ সরকারী চাল নিজ দখলে রেখে অপরাধ করছে। আটককৃত চালের উৎস সম্পর্কে তদন্ত হওয়া আবশ্যক। তাই তার বিরুদ্ধে আমি বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.