× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি

২২ মে ২০২২, ০৩:০৭ এএম

পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে টানা ৬ দিন সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন সেটি নিচে নেমেছে।

শনিবার সকাল থেকে পানি কমতে শুরু করলেও রাতে জেলায় সুরমার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থাকে বন্যা পরিস্থিতির উন্নতি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, আবহাওয়া ভালো হওয়ায় নদীর পানি কমেছে। বর্তমানে জেলায় সুরমার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তাই বলা যায়, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে ছাতকে এখনও সুরমার পানি বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে।

নদীর পানি কমে গেলেও শহরের বিভিন্ন এলাকার পানি স্থির থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি অবস্থায় দিন কাটছে পৌর এলাকার বাসিন্দাদের।

নবী নগর এলাকার রত্না বেগম বলেন, ‘এ বছর পানি দ্রুত এসে আমাদের গৃহস্থির সবকিছু ভিজে গেছে। মাঠের ধান গোলার তোলার পরও তা ভিজে গেছে। এখন ঘরের মধ্যেই কোনো রকম দিন কাটছে আমাদের।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.