× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গামাটিতে উদ্ধার হওয়া ২৬টি তক্ষক অবমুক্ত করেছে বনবিভাগ

০৪ ডিসেম্বর ২০২১, ০৭:২৪ এএম

জেলায় আজ ঘাগড়া স্টেশন এলাকা থেকে উদ্ধারকৃত ২৬টি তক্ষক  অবমুক্ত করেছে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।  দুপুর ১২টার দিকে উদ্ধারকৃত এ তক্ষকগুলো ঘাগড়া এলাকার গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

রাঙ্গামাটির ঘাগড়া বন স্টেশনের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক জানান, গত বৃহস্পতিবার রাতে তক্ষক পাচারকালে বনবিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, শুক্রবার আদালত আটককৃতদের জেলহাজতে প্রেরণ এবং উদ্ধার হওয়া তক্ষকগুলো গভীর বনাঞ্চলে অবমুক্ত করা নির্দেশ প্রদান করে। শনিবার আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত ২৬টি তক্ষক বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.