× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুবলীগ ছাত্রলীগের গোপন মিটিংয়ে বাধা, সংঘর্ষে বিএনপির ৪ নেতাকর্মীসহ আহত - ৫

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশব্যাপী আন্দোলন সংগ্রামের জন্য সংগঠিত হতে আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চলা গোপন মিটিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ গ্রামবাসির অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের ভাদুর বটতলাস্থ লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদীর জোকাদহ বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাজা মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রওশন আলম পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রফিক, ইউনিয়ন যুবদলের সদস্য আকমল হোসেন সরকার ও সাজেদুল ইসলাম মালিথাসহ গ্রামবাসিদের অন্তত ৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আহত  যুবদলকর্মী আকমলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  (রামেক) প্রেরন করা হয়েছে।

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রওশন আলম পাপ্প অভিযোগ করে বলেন- ঘটনার সময় ২ নং ঈশ্বরদী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাজা মন্ডলের বাড়িতে যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করতে ছিলো। এই কারনে গ্রামবাসীসহ আমরা রাজা মন্ডলের বাড়ির সামনে যাই। তখন রাজা মন্ডলের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আমিসহ যুবদল, স্বেচ্ছাসেবকদলের ৪জনসহ গ্রামের ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে যুবদলকর্মী আকমলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামেক প্রেরন করা হয়েছে।

তিনি আরও বলেন- হামলাকারী আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ৪ টি মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে।

এব্যাপারে ২ নং ঈশ্বরদী ইউনিয়ন  যুবলীগের সাধারন সম্পাদক রাজা মন্ডলের ছেলে রাসেল মন্ডল দাবী করে বলেন- বিএনপির যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলায় আমার বাবা আহত হয়েছেন। তারা আমার চাচাসহ আমাকেও মেরেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন- খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.