চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয়জন উপ-কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন।
আজ(২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। বদলির তালিকায় রয়েছেন ডিসি মোখলেছুর রহমান, যিনি ৮ বছর ধরে সিএমপিতে দায়িত্ব পালন করছিলেন, এবং ডিসি শাকিলা সোলতানা, যিনি চার বছর সাত মাস ধরে একই ইউনিটে কর্মরত ছিলেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সরবরাহ) মো. তারেক আহম্মেদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে, বিশেষ শাখার উপ-কমিশনার মো. মোখলেছুর রহমানকে পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে, ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদিনকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে, দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানাকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।
এছাড়া গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে এবং প্রসিকিউশন শাখার উপকমিশনার এ.এ.এম হুমায়ুন কবীরকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ প্রবিধান অনুযায়ী, কোনো পুলিশ সদস্য তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকতে পারবেন না। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ ইচ্ছা করলে এই মেয়াদ কিছুদিন বাড়াতে পারে। কিন্তু দিনের ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় অনেক কর্মকর্তা সেই সুযোগ কাজে লাগিয়ে একই জায়গায় থেকে গিয়েছেন বছরের পর বছর।
এদের মধ্যে উপ-কমিশনার মো. মোখলেছুর রহমান টানা ৮ বছর সাত মাস ধরে আছেন চট্টগ্রাম নগর পুলিশে। ২০১৬ সালের ১৭ জুলাই তিনি উপ-কমিশনার হিসেবে সিএমপিতে যোগ দেন। ওই বছরের ১৮ জুলাই থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি), একই বছরের ৩১ আগস্ট থেকে ২০২০ সালের ৩০ নভেম্বর পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (সরবরাহ ও পরিবহন) এবং ২০২০ সালের ৩০ নভেম্বর থেকে ২০২১ সালের ২৩ মার্চ পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৪ মার্চ থেকে উপ-পুলিশ কমিশনার (উত্তর) পদে যাওয়ার পর আবার ৯ সেপ্টেম্বর থেকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সবশেষ তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কর্মরত আছেন।
একইভাবে ৬ বছর ৮ মাস ধরে সিএমপিতে আছেন নগর পুলিশের উপ-কমিশনার (সরবরাহ) মো. তারেক আহম্মেদ। ২০১৮ সালের ২৬ জুন থেকে ২০১৯ সালের ২১ জুন পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (পিওএম) এবং ২০১৯ সালের ২১ জুন থেকে ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০২১ সালের ২ মার্চ থেকে টানা কর্মরত ছিলেন উপ-কমিশনার (ট্রাফিক-পশ্চিম) পদে।
নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা সিএমপিতে আছেন চার বছর ৭ মাস। ২০২০ সালের ২৯ জুন থেকে ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (পিওএম-বন্দর) এবং ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ১৪ আগস্ট পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) পদে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৪ আগস্ট থেকে গত বছরের ২৮ নভেম্বর পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (বন্দর) পদে কর্মরত ছিলেন।
শাকিলা সোলতানার মতো নগর পুলিশে ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদিন সিএমপিতে আছেন চার বছর পাঁচ মাস ধরে। ২০২০ সালের ২৯ জুন থেকে ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), ২০২১ সালের ১ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) এবং ২০২১ সালের ১১ নভেম্বর থেকে একই বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত উপ-পুলিশ কমিশনার (সরবরাহ ও পরিবহন) পদে কর্মরত ছিলেন। এরপর ২০২১ সালের ৭ ডিসেম্বর থেকে বর্তমান পদে টানা কর্মরত রয়েছেন।
একই প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আমিরুল ইসলামকে নগর পুলিশের উপকমিশনার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেনকে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।