× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুন্দরবনের হান্নান বাহিনীর ৭ জন জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মোংলা কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ বনদস্যু হান্নান বাহিনী প্রধান হান্নানসহ ৭ বনদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। মোংলা কোস্ট গার্ডের একি দল তাদের আটক করতে সক্ষম হন।

কোস্টা গার্ডের গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলে।

গত ২৬ ফেব্রুয়ারি হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। কোস্ট গার্ড একটি দল রাতভর বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ এবং তার ৫ জন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মো. হাবিবুর রহমান কে ২ টি এক নলা বন্দুক, ৩ টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়। 

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। এদের বাড়ী খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা যায়। জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পশ্চিম জোনের অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.