বাগেরহাটে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে তিন কেজি মাদকদ্রব্য (গাজা) ও নগদ টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
ধৃত মাদক কারবারি মোহাম্মদ রফিকুল ইসলাম (৫৭) মোড়েলগঞ্জ উপজেলার কুমারখালী এলাকার মৃত ইউসুফ আলী মোল্লার ছেলে। কুমিল্লা জেলার জনৈক ফারুক ড্রাইভারের কাছ থেকে মাদকদ্রব্য (গাজা) ক্রয় করে মোড়েলগঞ্জের জনৈক বুলু মল্লিকের নিকট বিক্রয় করতে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করেছেন তিনি।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি ) রাত দশটায় কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে হাসান পরিবহন নামের একটি দ্রুতগামী বাসে অভিযান পরিচালনা করা হয়। সে সময় মাদক কারবারি মোহাম্মদ রফিকুল ইসলাম একটি কার্টুন হাতে হাসান পরিবহন থেকে নেমে চলে যাচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে জাপটে ধরে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে থাকা কাগজের কার্টুন এর ভিতরে তিন কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা তিন কেজি গাজা ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।