শেরপুরের নালিতাবাড়ীতে ডা. ছফির উদ্দিন আহমেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ডা. ছফির উদ্দিন আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে উপজেলার পাইখাতলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ডা. উদ্দিন স্মৃতি সংসদের চেয়ারম্যান আব্দুর রহমান তারা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ সত্যজিৎ দত্ত সেতু,শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এতে নবরুপী ক্রিকেট দলকে ০৯ উইকেটে হারিয়ে গড়কান্দা পাওয়ার হিটার ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রানার্স আপ দলকে একটি খাসি পুরস্কার দেওয়া হয়। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিয়ে ছিলো। খেলায় দুর-দুরান্তের কয়েকশ ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।