আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সোনারগাঁও উপজেলা চত্বরে তথ্যের অধিকার ক্ষমতায়নে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে কাজ করছেন জর্জ রাইট টু ইনফর্মেশন ফোরাম সংগঠনের নেতৃবৃন্দরা।
পৃথিবীর ৭৭টি দেশে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তথ্য অধিকার কাজ করে যাচ্ছে। সেরূপ বাংলাদেশেও ২০১৩ সাল থেকে তথ্য অধিকার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে কাজ পরিচালিত হচ্ছে। কিন্তু সাধারণ জনগণ তথ্যের অধিকার ঠিক মতো পাচ্ছে না সেই লক্ষ্যে তথ্য অধিকার নিয়ে কাজ করছেন সোনারগাঁও উপজেলা কমিটি।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ ইউনুস জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে সরকার প্রধান ঢাকার শেরে বাংলা নগরে তথ্য কমিশনের ভবন উদ্বোধন করেছেন এবং সকল জেলা উপজেলায় কাজ করার আহবান জানিয়েছেন।
এ বিষয়ে তথ্য অধিকার আইনের ময়না তদন্ত সহ একাধিক গ্রন্থের রচিয়তা জর্জ রাইট টু ইনফর্মেশন ফোরাম সংস্থার সভাপতি মোহাম্মদ তারেক মাহমুদ জর্জ বলেন, আমার বলিষ্ঠ ভূমিকায় ২০১৩ সাল থেকে মাধ্যমিকের নবম দশম শ্রেণীতে তথ্য অধিকার আইন বাংলাদেশে প্রথমবারের মতো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত শুভ সূচনা হয়েছে।আমার নামে প্রতিষ্ঠিত জর্জ রাইট টু ইনফর্মেশন ফোরাম সংস্থাটি নিবন্ধনের জন্য নামের ছাড়পত্র পত্র পাওয়া গেছে।তাই সোনারগাঁও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জনসমাগমস্থলে সভা-সেমিনারের মাধ্যমে তথ্য অধিকার সম্পর্কিত জন সচেতনামূলক কার্যক্রম যদি গ্রহণ করা যায় তাহলে আগামী দিনে জবাবদিহি মূলক বাংলাদেশ গড়ার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখবে বলে তিনি জানিয়েছেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,জর্জ রাইট টু ইনফর্মেশন ফোরামের সভাপতি মোহাম্মদ তারেক মাহমুদ জর্জ, সোনারগাঁও উপজেলা আহবায়ক ইলিয়াস কাঞ্চন, সভাপতি মন্ডলীর সদস্য খন্দকার দাইমুদিন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুশফিকুল ইসলাম মোহান, কেন্দ্রীয় সদস্য মোঃজসিম উদ্দিন, উপজেলা কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ তরিকুল ইসলাম,মোঃ ফারুখ,উপজেলা সদস্য সচিব আবুল কালাম আজাদ, সনমানদি ইউনিয়ন সদস্য নাসির উদ্দিন, মোঃ ইকবাল কবির, মোঃ আব্দুল জাব্বার, মোঃ মোক্তার হোসেন, মোঃ মাজেদ ভূঁইয়া, দৈনিক সংবাদ সারাবেলা সোনারগাঁ প্রতিনিধি মোঃ আল আমীন প্রধান, মোহাম্মদ আবু বাদশা, আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।