চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (২৭ ফেব্রুয়ারি) কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে'র সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রতিষ্টাতা মহোদয়ের সুযোগ্য সন্তান মো. বেলাল উদ্দিন চৌধুরী, এডহক কমিটির অভিভাবক সদস্য আবদুল্লাহ হোসাইন।
বক্তব্য রাখেন, শিক্ষক যথাক্রমে, ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, পারভিন আকতার, মাও. জহুরুল আলম।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুবিনা খানম, জান্নাতুল কাউছার, মাফতুহা করিম, শোয়াইব উদ্দিন জায়েদ, সাবরিনা নুর আলিফা, সানজিদা সুলতানা প্রমুখ।