× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় ধর্ষন মামলায় মাদ্রাসা ছাত্র আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় ধর্ষন মামলায় আবুবক্কর সিদ্দিক (২২) নামে এক মাদ্রাসা ছাত্র কে আটক করেছে সিংড়া থানা পুলিশ। বুধবার রাতে তাকে বিজয়নগর গ্রাম থেকে আটক করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সে ঐ গ্রামের আবু হানিফের পুত্র এবং পিপুলশন কওমী মাদ্রাসার ছাত্র। 

জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বিজয়নগর গ্রামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে নুরপুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে । পরে ঐ মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আবুবকর পালিয়ে যায়। পরে ভিকটিম কে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। 

বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মনির হোসেন বলেন, মাদ্রাসা ১০ দিনের ছুটিতে সবাই বাড়ি চলে যায়। মাদ্রাসায় কেউ ছিলো না।  এই সুযোগে এমন নাক্কারজনক ঘটনা ঘটেছে।  সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আসামী কে আটক করে। মামলাটি তদন্ত করা হচ্ছে। ধর্ষণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.