× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তে শান্তি ও শৃংখলা রক্ষার পাশাপাশি স্থানীয়দের পাশে থাকবে ৫৪ বিজিবি : লেঃ কর্ণেল মহিউদ্দিন

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিমান্তে শান্তি শৃংখলা ও সম্প্রীতি উন্নয়নকে প্রাধন্য দিয়ে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৭ ফেব্রুয়ারী) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন সদরে হেডম্যান কার্বারী ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৫৪ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন, পিএসসি। 

এতে অন্যদের মধ্যে সাজেক ইউনিয়ের চেয়ারম্যান আলাতুল চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অনিত্য ত্রিপুরা, সাংবাদিক ওমর ফারুক সুমন, সাংবাদিক সোহানুর রহমান, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক আক্তার হোসেন প্রমুখ বক্তব্যদেন। 


এ সময় স্থানীয় হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা ও সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


সভায় সীমান্ত এলাকার পাহাড়ি দুর্গম জনপদের জনসাধারণের জীবন মান উন্নয়নে স্বাস্থ্য সেবা, শিক্ষা, সুপেয় পানির ব্যবস্থা করা সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়। একই সাথে সম্প্রতি পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবির পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে উম্মুত্ত আলোচনা করা হয়।


এ সময় বাঘাহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন, পিএসসি বলেন, ‘সীমান্তে শান্তি শৃংখলা রক্ষার পাশাপাশি বিজিবি বিওপি ও সদর ব্যাটালিয়নে অধিনস্ত এলাকার নানান জনগোষ্ঠীর মানুষের সুখে- দুঃখে পাশে থেকেছ ৫৪ বিজিবি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দুর্গম সিমান্ত এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে।’ পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে হবে বলে জানান তিনি। 


লেঃ কর্ণেল মহিউদ্দিন আরো বলেন, ‘সম্প্রতি সাজেকের অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় জনগোষ্ঠী, ব্যবসায়ী সহ পর্যটন ব্যবসার সাথে জরিত সকলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিজিবির পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে। পাশাপাশি সাজেকে পানির উৎস ও পানি সংরক্ষণের জন্য চৌবাচ্চা নির্মান করার উদ্বেগ নেওয়া হবে। ’ 


এ সময় সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি বলেন, ‘সাজেকে পরবর্তী স্থানপনা নির্মাণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা যেতে পারে। সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষতিও অনেক কম হতো।’ জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বিষয়টি সরকারের নজরে আনতে সকলের সহযোগিতা চান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.