রাজস্থলী উপজেলা গেইন্দ্যা ইউনিয়নের বন্য হাতির আক্রমনে উচ্চসিং মারমা (৪৯) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ হতে উপজেলা ২নং গেইন্দ্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ল্ড কেইথাক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল হতে নিজের জমিতে যাওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন উচ্চসিং মারমা (৪৯)। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। সকাল ১০:৩০ দিকে এই ঘটনা ঘটে, হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মৃত্যু খবর শুনে দ্রুত জেলা বিএনপির সদস্য মেসাচিং মারমা রাজস্থলী উপজেলা কৃষক দলের সভাপতি বিষু সাহা উপস্থিত হয়ে পরিবারকে সমবেদনা জানাই।
বন কর্মকর্তা তুহিন তংচগ্যা জানান,বন্য হাতির হাজি পাড়া এলাকায় অবস্থান করার সময় এবং খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে এসে কলা গাছ খাইতে আসছিল সেই সময় বন্য হাতির উপর আক্রমণ করে এলাকা লোকজন,বন্য হাতির তাদের উপর আক্রমণ করল তারপর একজনকে আঘাত করল,হাতি আক্রমণে একজন চাষি মারা যায়।
ক্ষতিপূরণের পরিমাণ বিষয়ে জানতে চাইলে বন কর্মকর্তা তুহিন বলেন, 'বন বিভাগের বিধান অনুযায়ী বন্য হাতির আক্রমণে কোনো ব্যক্তির সরাসরি মৃত্যু হলে তার পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে।'
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, আজ সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় খেত কামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানান,। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষনা করেন।