মহাসিন ইসলামকে সভাপতি ও রুবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আজ ( ২৭ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহআলম। ৬৬ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজু আহম্মেদ এবং অর্থ সম্পাদক রয়েছেন কাওসার মোল্লাকে।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি বিলুপ্ত করা হয়।