× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কীল কম্পিটিশন অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার বলেছেন, "স্বাবলম্বী, উন্নত জীবন ও দেশ উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নাই। তাই আমাদের  সন্তানদেরকে কারিগরি শিক্ষামুখী করতে সংশ্লিস্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।"

আজ (২৭ ফেব্রুয়ারী) সকালে পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে 'একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ' এ শ্লোগান সামনে রেখে  অ্যাকসেলারেটিং অ্যান্ড ষ্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্পের প্রতিষ্ঠানিক পর্যায়ে স্কিল কম্পিটিশন-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ্য মো. হুমায়ুন কবির মুন্সীর সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর মো. আবু বকর সিদ্দিক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা'র সংযুক্ত কর্মকর্তা মো. এনামুল হক রাকিব, পটুয়াখালী টেকনিক্যাল টিচার্স ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ্য প্রকৌশলী মো.খোর্শেদ হোসেন, বিসিক পটুয়াখালীর সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার। 

প্রতিযোগিতা প্রকল্পের মধ্যে রয়েছে ১.একটি সুইচ,একটি সকেট,একটি ইন্ডিকেটর, একটি ফিউজ,এনার্জি মিটারসহ ওয়্যারিং, 
২. ৩ফেজ স্টার ডেল্টা সংযোগ প্রদান করন, ৩.আর্ক ওয়েল্ডিং এর সাহায্যে বাট জয়েন্ট (2G) পজিশনে তৈরীকরন ও এম এস সিটের সাহায্যে ফানেল তৈরী। 

প্রতিযোগিতায় ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এ প্রতিযোগিতায় বিজয়ীরা বরিশালে অংশগ্রহনে সুযোগ পাবেন বলে জানান ইনস্ট্রাক্টর আবু বকর সিদ্দিক। 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি স্কীল প্রতিযোগিতার বিভিন্ন ট্রেডের স্টল পরিদর্শন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.