× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেস ক্লাব সাটুরিয়ার নব গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি ।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায়  প্রেসক্লাব সাটুরিয়ার নবগঠিত কার্যাকারী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল,বুধবার সন্ধ্যায় সাটুরিয়া গণ কল্যায়ণ ট্রাস্টের হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব সাটুরিয়ার সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাটুরিয়া প্রধান উপদেষ্টা, মানিকগঞ্জ জজ কোটের পিপি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)র সাবেক জেলা প্রতিনিধি এ এফ এম নুরতাজ আলম বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাটুরিয়ার উপদেষ্টা এ্যাড: শফিকুল ইসলাম,মানিকগঞ্জ জজ কোটের জিপি এ্যাড: আব্দুল আওয়াল হোসেন  খান ও সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব ও যুবদলের আহবায়ক সাংবাদিক  আমীর হামজা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রেসক্লাব সাটুরিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস ক্লাব সাটুরিয়া, মানিকগঞ্জ জজকোর্ট (পিপি) এ্যাড. এ এফ এম নুরতাজ আলম (বাহার)।  প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে নতুন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজামান আসাদ অন্যান্য সদস্যদের পরিচিতি তুলে ধরেন । নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পর প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিচিতি পর্ব শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সাটুরিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলী হলেন, প্রধান উপদেষ্টা এ্যাডঃ আ.ফ.ম নুরতাজ আলম (বাহার), উপদেষ্টা এ্যাডঃ শফিকুল ইসলাম।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি: এম নজরুল ইসলাম,সিঃসহ-সভাপতি :সিকদার শামীম আল মামুন, সহ-সভাপতি: মো আজিজুর রহমান,সাধারণ সম্পাদক: মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক: মো সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ: ইঞ্জিনিয়ার মো মাসুদ রানা,দপ্তর সম্পাদক:মোঃ মোহতাসিম বিল্লাহ, প্রচার সম্পাদক: মো নজরুল ইসলাম,প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক: মো শাহীন আলম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো হাবিবুর রহমান হাবিব,কার্যকরী সদস্য: মো ইউনুছ আলী,মোঃ আক্তার হোসেন মিলন, মো রাশেদুল হক, সদস্য: মো সাঈদুল ইসলাম সাঈদ, মো আরিফুর রহমান অরি,মো রেজাউল করিম,স্বপন রানা,মো শরিফুল ইসলাম,মো আমিনুর রহমান। 

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে পাশে থাকার আহ্বান জানান এবং আগামীর পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.