মানবতার সমাজ গড়ার লক্ষ্যে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় যুব সমাজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ(২৭ ফেব্রুয়ারী) রাতে রুহিতারপাড় গ্রামের যুবসমাজ ও প্রবাসীরা একত্রিত হয়ে তাদের নিজস্ব অর্থায়নে গ্রামের অসহায় পরিবারের মাঝে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি-১.৫ কেজি, ছোলা-১.৫ কেজি, খেজুর-১ কেজি, পেঁয়াজ-১ কেজি, সয়াবিন তেল-১.৫ কেজি, অ্যাংকার ডাল- ১.৫কেজি, বেসন- ১কেজি, চিনি-১ কেজি, লবন-১ কেজি, ইসবগুলের ভুসি- ১০০গ্রাম ইত্যাদি।
রুহিতারপাড় যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়, আমাদের গ্রামের প্রবাসীরা ও যুবসমাজ একত্রিত হয়ে প্রতি বছরের ন্যায় এ বছরো আমাদের গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছি।
রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম বেড়ে যায় এতে করে অল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়ে যায়। আমরা সবাই মিলে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। রমজানের ঈদেও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।