ময়মনসিংহের ত্রিশালে হাজী মোসলেম উদ্দিন ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে দুটি উচ্চ বিদ্যালয়ে ৬০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে হাজী মোসলেম উদ্দিন মেধা অন্বেষণ বৃত্তি প্রদান করা হয়েছে।
এ লক্ষে গতকাল বৃহস্পতিবার ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, এস এস এন্টারপ্রাইজ এন্ড ট্রেডিংকনসালট্যান্টের চেয়ারম্যান ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক জিই প্রকেীশলী মোঃ জয়নাল আবদীন। মোঃ রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর প্রকৌশলী মোঃ আসাদুল হক, সাংবাদিক এ.টি.এম মনিরুজ্জামান প্রমুখ। অপর দিকে উপজেলার আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়ে ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে অনুরুপ মেধা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।