× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঙলা কলেজস্থ শেরপুর জেলা ছাত্র সংসদের নবযাত্রা, সভাপতি শাহেদ, সম্পাদক শোয়াইব

নওশিন শারমিলি, মিরপুর (ঢাকা) প্রতিনিধি।

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্র সংসদ গত ২৫ শে ফেব্রুয়ারি ( মঙ্গলবার)  নতুন কমিটি গঠন করেছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহেদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শোয়াইব রহমান।

সংগঠনের নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম,  সহ-সভাপতি হুমায়ূন আহমেদ, তাইব মাহমুদ, সজীব মিয়া, নাজনিন নাহার,মেহেদী হাসান, নাঈম,আবু রায়হান, নাহিদুল ইসলাম, ইউসুফ, রেজা,আদিল, মাহমুদ, নাজমুল ও মুরাদ   । এছাড়াও যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একঝাঁক মেধাবী শিক্ষার্থী।

সভাপতি শাহেদ হাসান বলেন, "শেরপুর জেলা ছাত্র সংসদ বাঙলা কলেজে অধ্যয়নরত শেরপুরের শিক্ষার্থীদের জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।"

সাধারণ সম্পাদক শোয়াইব রহমান বলেন, "আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই এবং সংগঠনকে আরও গতিশীল করব। "নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উপদেষ্টারা বলেন, "শেরপুরের শিক্ষার্থীদের উন্নয়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.