× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো: নুরুল আমিন নুর খুলনা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একটি জাতিকে গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নেই।

মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের মতো শিক্ষা অর্জন অতীব প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতিগোষ্ঠী মাথা তুলে দাঁড়াতে পারে না। এইদেশে এক তৃতীয়াংশ মানুষ সরাসরি কায়িক শ্রমের সাথে জড়িত। যাদের সন্তানরা আধুনিকতার এই যুগেও শিক্ষার আলো থেকে বঞ্চিত। 

অধিকাংশ শ্রমিকের সন্তান শুধুমাত্র আর্থিক সক্ষমতা না থাকায় বিদ্যালয়ে যেতে পারেন না। তিনি আরও বলেন, যারা কোনোভাবে বিদ্যালয়ে যান তারাও বিভিন্ন প্রতিকূলতার সাথে টিকতে না পেরে শিক্ষা জীবন শেষ করতে পারছেন না। এটি জাতির জন্য অশনিসঙ্কেত। কারণ রাষ্ট্রের বড় একটি অংশ শিক্ষার আলো থেকে দূরে থাকলে আগামী দিনে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। অন্য দিকে সুশিক্ষায় শিক্ষিত ছেলে-মেয়ে তার পরিবারের সামগ্রিক অবস্থার পরিবর্তন করতে যথেষ্ট। কারণ সুশিক্ষাই জাতির মেরুদন্ড।

আজ (২৬ ফেব্রুয়ারি) খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহানগরী নিজস্ব কার্যালয়ে সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন। 

মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলার আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল সহকারী পরিচালক খাঁন গোলাম রসুল, অঞ্চল টিম সদস্য আল ফিদা হোসেন,  আজিজুর রহমান, মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, জেলা সহ- সভাপতি আলী আকবার মোড়ল, মাওলানা শেখ কামাল হোসেন, আল আমিন গোলদার, জেলা সাধারণ সম্পাদক মু নাজিমুদ্দিন, মহানগরী সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বুলবুল কবীর, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল ওয়াহেদ, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ ও কামরুল ইসলাম প্রমুখ।

নায়েবে আমীর আরও বলেন, ‘আমাদের দেশে শিক্ষার বাজেট খুবই অপ্রতুল। অথচ সরকার যদি শিক্ষার প্রসার ও মান উন্নয়নের জন্য মনযোগী হতো তাহলে আমাদের দেশ আরো আগে সামনের দিকে এগিয়ে যেত। সরকারের উদাসিনতার ফলে দেশ যেমন পিছিয়ে যাচ্ছে ঠিক তেমনি শ্রমিকের সন্তানরাও কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত। 

এমতাবস্থায় দেশের শিক্ষাবিদ, সমাজসেবক, বিত্তবানদের দেশের স্বার্থে শ্রমিকের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে একত্রে কাজ করতে হবে। শ্রমিকের সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে অধ্যয়নের সুযোগ দিতে হবে। তাদের জন্য সরকারি-বেসরকারি বৃত্তির ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীকে রেখে দেশ কোনোক্রমেই উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না।
সভাপতির বক্তব্যে আজিজুল ইসলাম ফারাজী বলেন, শিক্ষা ছাড়া মানুষ হচ্ছে অন্ধের মতো। একজন শিক্ষিত সন্তান তার পরিবারের আশ্রয়স্থল। আমাদের প্রত্যাশা আমাদের পরিবারের সন্তানরা নিজেরা শিক্ষা অর্জনে অগ্রগামী হবে এবং পিছিয়ে পড়া অসহায় শ্রমিকের সন্তানদের শিক্ষা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.