× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ প্রতিনিধি।

০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগের খেলা মানিকগঞ্জ শহীদ মিরাজ -তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় ঢাকা বিভাগের দুটি দল "লাল" এবং "সবুজ" দলের মধ্যকার খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা রিতা। খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় দিপু রায় চৌধুরী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম অর্ক,টুর্নামেন্টের আহবায়ক রফিকুল ইসলাম বাবু,সদস্য সচিব দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি,মোরশেদ আলী খান সুমন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহসহ সাবেক বর্তমান ক্রিকেটার ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

বাংলাদেশের ক্রিকেটকে সারা বিশ্বে পরিচিতি করে তোলার পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন অতিথিবৃন্দ।

ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই চারটি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে ‘লাল দল' ও ‘সবুজ দল' নামে দুইটি দল গঠন করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.