× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে নার্সিং ও মিডওয়াইফারি মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

মোঃ সোহাগ আরেফিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৮ পিএম

ছবিঃ মোঃ সোহাগ আরেফিন

‘নার্সদের দ্বিতীয় শ্রেণি দেওয়া ঠিক হয়নি’ এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ দাবি করা হয়েছে। পদত্যাগের দাবি জানিয়ে শনিবার ( ১৪ সেপ্টেম্বর ) বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফরা মানববন্ধন করেন।

মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের একদফা দাবি তুলে ধরে বক্তৃতা করেন-  ‘পদত্যাগ বাস্তবায়ন কমিটি’র সমন্বয়ক নার্সিং সুপারভাইজার আঞ্জুমানআরা, সাবিনা ইয়াসমিন, মিডওয়াইফ সাবরিনা আক্তার তন্দ্রা প্রমূখ।

এসময় হাসপাতালে কর্মরত অন্তত ৩০ জন নার্স-মিডওয়াইফ উপিস্থত ছিলেন। নার্স শারমিন সিদ্দিকা ও মিডওয়াইফ শ্যামলী খাতুন অভিযোগ করে বলেন, ইউনিয়ন পর্যায় থেকে বিভাগীয় হাসপাতালে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন নার্স-মিডওয়াইফরা। শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতায় বিদায়ী সরকার নার্স এবং মিডওয়াইফদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন। অথচ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে মাকসুরা নুর বদলি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নার্স-মিডওয়াইফদের পদমর্যাদা নিয়ে কটূক্তি করেছেন।

তারা বলেন, নার্স-মিডওয়াইফদের হেয় করে বক্তব্য দেওয়ায় তারা মাকসুরা নুরের পদত্যাগ দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অনতিবিলম্বে পদত্যাগ না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেবেন নার্স মিডওয়াইফরা। একই সাথে বিভিন্ন অনিয়ম দূর্নীতির কারণে মহাপরিচালকের বিচার দাবিও জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.