× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

০৫ জুন ২০২৩, ০৮:৫৯ এএম

প্লাস্টিক দূষণের সমাধানে চাই আইনের কঠোর প্রয়োগ স্লোগান নিয়ে বাগেরহাটে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে সোমবার (৫ই মে) বেলা সাড়ে চারটায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাট এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। 

মানববন্ধনে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) "সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ" স্লোগান দিয়ে প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, নদী দূষণ, ভূমি দূষণ, বাস্তুসংস্থানের ক্ষতি এবং প্লাস্টিক দূষণ মোকাবেলায় বাংলাদেশের অবস্থান সহ বাস্তব জীবনে প্লাস্টিক দ্বারা ক্ষতির দিকসমূহ তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী রিজিয়া পারভীন, সুজনের সাধারণ সম্পাদক এসকে হাবিব, সনাক এর সভাপতি শেখ মুজিবুর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি ইয়ামিন আলী, মহিলা পরিষদের সহ-সভাপতি তাহমিনা বেগম মিনু, এডিডির জেলা সমন্বয়কারী এহসানুল হক, মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার মাহবুবা রহমান পিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক রহিমা খাতুন, রুপান্তরের শিল্পী আক্তার, আবিদা খান প্রমূখ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.