× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৩, ২৩:৪৩ পিএম । আপডেটঃ ২৫ জানুয়ারি ২০২৩, ০১:৪৭ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ ঔষুধের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ঔষধ প্রস্তুতকারী ১৯৪০ আইনে ১৮/গ২৭ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাহিদুল ইসলাম ঔষধ প্রস্তুতকারী (ভারপ্রাপ্ত ) ঔষধ প্রশাসন ঠাকুরগাঁও এর নেতৃত্বে ভ্রাম্যমান পরিচালনা করা হয়। এসময় রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান, শামসুজ্জামান আসিফ ও অফিস সহকারী মসিউর রহমার উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, পৌরশহরের মা ও শিশু ফার্মেসীর মালিক মাহাবুব আলমকে ৫ হাজার টাকা এবং রাণীশংকৈল হাসপাতাল গেটে হরিপুর ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন তাদের ড্রাগ লাইসেন্স না থাকায় জরিমানাসহ সতর্ক করা হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.